আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ জোনাথন ট্রট দায়িত্ব ছাড়ার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে কার্যকর যোগাযোগের ঘাটতি এবং কর্তাদের আচরণে তীব্র হতাশা প্রকাশ করেছেন এই ইংলিশ কোচ। যদিও তাঁর সঙ্গে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তি রয়েছে, তবুও সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করতে পারে।
সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে ইনিংস এবং ৭৩ রানের হার আফগান শিবিরে অস্থিরতা তৈরি করেছে। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রট জানান, “সবচেয়ে দুঃখের বিষয় হলো, টেস্ট দল নিয়ে আমি কোনও মতামতই দিতে পারিনি। এসিবির শীর্ষ কর্তা বা প্রধান নির্বাচকের সঙ্গেও যোগাযোগ করতে পারিনি।”
তিনি আরও অভিযোগ করেন, “শেষ দুই সপ্তাহে বহুবার বোর্ড চেয়ারম্যান এবং নির্বাচকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু দল নির্বাচন নিয়ে আমাকে কোনো তথ্য জানানো হয়নি। টেস্ট দলই শুধু নয়, গত এশিয়া কাপ থেকেই আমরা পছন্দমতো দল পাচ্ছি না।”
দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে ট্রট বলেন, “এখনই কিছু বলতে পারছি না। আগে বোর্ডের সঙ্গে কথা বলতে চাই। চুক্তি আছে আরও দু'মাসের মতো। তার আগে জানতে হবে, কোচ হিসেবে আমার ভূমিকা ও দায়িত্ব কি পরিবর্তন করা হচ্ছে।”
২০২৩ বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে সেমিফাইনালে তুলে এনে ইতিহাস গড়েছিলেন জোনাথন ট্রট। তাঁর অধীনে রশিদ খানেরা প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের শেষ চারে উঠেছিল। তাই এমন সফল কোচের ভবিষ্যৎকে ঘিরে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে আফগান ক্রিকেটে।
এসএস/টিএ