লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা জাতীয় দল আগামী মাসে ভারতে খেলবে না। জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১৭ নভেম্বরের জন্য নির্ধারিত এই প্রীতি ম্যাচটি ফিফার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজন করা হবে।
রিপোর্টার ব্রডকাস্টিং কম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টো অগাস্টিন সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ম্যাচের জন্য ফিফা অনুমতি পেতে দেরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভারত সফরের ঘোষণা দেওয়ার পর থেকেই নানা বিভ্রান্তি তৈরি হয়েছিল। কেরালা রাজ্যের ক্রীড়া মন্ত্রী এক সময় বলেছিলেন, ম্যাচ বাতিল হয়ে গেছে। তবে আগস্টে এএফএ নিশ্চিত করেছিল যে তাদের দল খেলবে।
সম্প্রতি আর্জেন্টিনার মিডিয়ায় রিপোর্ট এসেছে যে, নভেম্বরের মধ্যে ভারতের সঙ্গে ম্যাচটি সম্ভব নয় এবং এটি ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে।
এসএস/টিএ