আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জনাথন ট্রট। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে বলে জানা
ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার নানান বিষয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগে সমস্যায় পড়েছেন। যদিও তার সঙ্গে এসিবির চুক্তি রয়েছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই সম্পর্ক অনিশ্চিত হয়ে উঠেছে।
জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৭৩ রানে টেস্ট হারার পর ট্রট প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। আফগান বোর্ডের ভূমিকা নিয়ে হতাশ ট্রট জানান, দল গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত নেয়া হয়নি। খুব প্রয়োজনেও বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি।
ট্রট বলেন, 'সবচেয়ে দুঃখের হলো টেস্ট দল নিয়ে আমি কোনও মতামতই দিতে পারিনি। এসিবির শীর্ষ কর্তা বা প্রধান নির্বাচকের সঙ্গে যোগাযোগই করতে পারিনি। দল নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ছিলাম।'
তিনি আরও বলেন, 'শেষ দু’সপ্তাহে বেশ কয়েকবার নির্বাচকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। এসিবি চেয়ারম্যানের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। অথচ দল নির্বাচন নিয়ে আমাকে কিছুই জানানো হয়নি। যোগাযোগের এই ঘাটতি শুধু টেস্ট দলেই নয়, গত এশিয়া কাপ থেকেও আমাদের পছন্দমতো দল পাচ্ছি না।'
ট্রট আফগানিস্তানের অন্যতম সফল কোচ হিসেবে বিবেচিত। তার অধীনে রশিদ খানরা ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছেছিল।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ইতিহাস গড়ে প্রথমবারের মতো শেষ চারে ওঠে, যা ট্রটের কোচিং ক্যারিয়ারেও বড় সাফল্য হিসেবে ধরা হয়। দায়িত্ব ছাড়ার প্রশ্নে ট্রট অবশ্য সরাসরি কিছু জানাননি।
যদিও ইঙ্গিত দিয়েছেন বোর্ডের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন তিনি, 'কী করব, এখনই বলা সম্ভব নয়। আগে বোর্ডের সঙ্গে কথা বলতে চাই। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমার সঙ্গে এসিবির চুক্তি রয়েছে। তবে দায়িত্বের সীমা ও ভূমিকা নিয়ে কিছু স্পষ্টতা দরকার।'
এমকে/এসএন