টানা ব্যর্থতায় টেস্ট একাদশে জায়গা হারানো মাহমুদুল হাসান জয়ের জন্য এবারের জাতীয় ক্রিকেট লিগ ভীষণ গুরুত্বপূর্ণ। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য দাবি জানিয়ে রাখতে অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক সামলানো, বড় ইনিংস খেলা তার জন্য জরুরি। প্রথম দিনের সেঞ্চুরিতে সেই পথে এই ওপেনারের শুরুটা হলো দারুণ।
জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের ওপেনার জয়। প্রতিপক্ষ রাজশাহী দলে আছেন টেস্টে স্পিনে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা তাইজুল ইসলাম।
টস হেরে ব্যাট করতে নেমে দুই অঙ্ক ছুঁয়েই ফেরেন ওপেনার সাদিকুর রহমান। বেশিক্ষণ টেকেননি মুমিনুল হক। লাঞ্চের আগেই ফেরেন অধিনায়ক শাহাদাত হোসেন।
তবে এক প্রান্তে অবিচল ছিলেন জয়। দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যান তিনি। ইয়াসির আলি চৌধুরির সঙ্গে গড়েন দারুণ জুটি।
লাঞ্চের পরপরই সাত চারে ৮৩ বলে পঞ্চাশ স্পর্শ করেন জয়। এরপর রানের গতি একটু বাড়িয়ে ১৩৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। এই সময়ে তার ব্যাট থেকে আসে ১২টি চার ও দুটি ছক্কা।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি জয়ের পঞ্চম সেঞ্চুরি।
টেস্টে সবশেষ ১৭ ইনিংসে জয়ের নেই কোনো ফিফটি। সবশেষ ৬ ইনিংসে চারবার তিনি ছুঁতে পারেননি দুই অঙ্ক। এই সময়ে বারবার তিনি আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে।
এমআর/টিকে