পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে সফল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অধীনেই টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার সাতে উঠে আসে টাইগাররা। তবে এসব এখন অতীত। নতুন অধিনায়কের খোঁজে আছে বিসিবি।
গত জুনে শ্রীলঙ্কা সফরে কলম্বো টেস্টের পর হঠাৎ সাদা পোশাকের নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ফলে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কে আসছেন পরবর্তী নেতৃত্বে?
গত চার মাস কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। ফলে নেতৃত্বও বেছে নেয়া হয়নি নেতৃত্বও। তবে আগামী মাসে এই ফরম্যাটে আবার নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে। সিলেটে ১১ নভেম্বর হবে প্রথম ম্যাচ, ঢাকায় দ্বিতীয়টি ১৯ নভেম্বর।
ফলে এখন নতুন অধিনায়ক খুঁজে নেয়ার সময় হয়ে গেছে। বিসিবিও বুঝতে পারছে বাস্তবতা। সেই লক্ষ্যে একটা বেঞ্চমার্কও নির্ধারণ করেছে ক্রিকেট বোর্ড। এই প্রসঙ্গে শনিবার মিরপুরে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘তিন থেকে চার দিনের মাঝেই নতুন অধিনায়কের নাম জানানো হবে।’
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম বাংলাদেশী হিসেবে মর্যাদাপূর্ণ এই মাইলফলকে পা রাখবেন তিনি। সে উপলক্ষ্যে বিসিবি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানিয়ে ফাহিম বলেন, ‘মুশফিকের শততম টেস্ট ঘিরে পরিকল্পনা চলছে। তাকে সংবর্ধনা দেয়া হবে।’
এবি/টিকে