জাতীয় লিগে প্রথমবারের মতো খেলছে ময়মনসিংহ বিভাগ। আসরের উদ্বোধনী দিনে সিলেটের বিপক্ষে শুরুটা ভালোই করেছে তারা। প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছে ময়মনসিংহ।
ময়মনসিংহের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ব্যর্থ সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ফর্মে থাকা মাহফিজুল ইসলাম রবিন। ডাক খেয়েছেন তিনি। আরেক ওপেনার নাইম শেখ ৭ রানের বেশি করতে পারেননি।
দুই ওপেনারের ব্যর্থতার পর আইচ মোল্লাও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে মাত্র ১১ রান। তবে দলের বিপদে চতুর্থ উইকেটে ১২৭ রান যোগ করেন আব্দুল মজিদ ও আরিফুল ইসলাম। মজিদ হাফ সেঞ্চুরি পেরিয়ে ৬৫ রান করে ফিরলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন আরিফুল ইসলাম। তিনি ২০৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন। তাতে ঘুরে দাঁড়ায় ময়মনসিংহ।
তবে এই জুটি ভাঙার পর দ্রুত ফেরেন শুভাগত হোমও। মাত্র ২ রান করে ফিরলেও তাহজিবুল ইসলাম ৪৭ বলে ৪৩ রান করেন। এ ছাড়া আবু হায়দার রনি (১৬) ও শহিদুল ইসলাম (১০ রান) অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
সিলেটের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। আর দুটি করে উইকেট নিয়েছেন আসাদউল্লাহ আল গালিব, একটি উইকেট গেছে ইবাদত হোসেনের ঝুলিতে।
দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ ও রংপুর বিভাগ। রংপুরের বোলারদের তোপে এদিন ঢাকা অল আউট হয়ে গেছে মাত্র ২২১ রানে। জবাবে খেলতে নেমে ২ উইকেটে ৬৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে রংপুর।
ঢাকার হয়ে এদিন সেঞ্চুরি তুলে নিয়েছেন মার্শাল আইয়ুব। ফিফটি করেছেন জিসান আলম। এই দুজন ছাড়া ঢাকার আর কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। রংপুরের হয়ে আবু হাসিম একাই ৩ উইকেট নেন। দুটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান ও নাসির হোসেন।
জবাব দিতে নেমে ৬ রান করেন মোসাদ্দেক ও নবিন ইসলাম ২১ রান করে আউট হন। তবে আব্দুল্লাহ আল মামুন ৩৩ রান করে অপরাজিত আছেন। ঢাকার হয়ে একটি করে উইকেট তুলে নিয়েছেন রিপন মন্ডল ও আনামুল হক।
এবি/টিকে