‘ধোঁকাবাজ’ রিয়াল মাদ্রিদ, কেবলই তারা ‘অভিযোগ করে’- ক্লাসিকোর আগে বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের এমন আপত্তিকর মন্তব্য নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। জাবি আলোনসোর সংবাদ সম্মেলনেও স্বাভাবিকভাবে উঠল বিষয়টি। কিন্তু রিয়াল কোচ বিষয়টি নিয়ে কথাই বলতে চাইলেন না।
তিনি বরং সবাইকে যেন মনোযোগ দিতে বললেন ক্লাসিকোর লড়াইয়ে, যার গুরুত্ব অনেক। সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার বাংলাদেশ সময় সোয়া ৯টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
‘কিংস লিগ’ অনুষ্ঠানে সম্প্রতি বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্দ পিকের সঙ্গে উপস্থিত হয়ে ইয়ামাল রিয়ালকে কিং লিগের দল প্রসিনোসের সঙ্গে তুলনা টেনে বলেন, ‘অবশ্যই! হ্যাঁ, তারা ধোঁকা দেয়, তারা অভিযোগ করে…’, তার মন্তব্যকে সমর্থন করেন পিকে।
ইয়ামালের অমন মন্তব্য জোর আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। রিয়াল মাদ্রিদের প্রতি যা ভীষণ অসম্মানজনকও। এই বিষয়ে আলোন্সোর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ…(অন্য বিষয়ে না তাকানোর মতো) যথেষ্ট গুরুত্বপূর্ণ।”
“ভালো খেলার প্রেরণা পেতে এই লড়াইয়ে অনেক উপাদান আছে, আমাদের উপভোগ করার জন্যও অনেক কিছু আছে। আর সেগুলোই আমাদের রোমাঞ্চিত করে, আগামীকালকের ম্যাচের যা সবচেয়ে বড় অনুপ্রেরণাদায়ক।”অ্যাক্টিভওয়্যার তারপরও ওই বিষয়ে প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। কিন্তু আলোন্সো একই ঢংয়ে উত্তর দেন।
“না, আমি এই বিতর্কে ঢুকব না। বার্সেলোনায় অনেক মানুষের থেকে অনেক রকম মন্তব্য এসেছে এবং আমি ওই সবগুলোর বিষয়ে মন্তব্য করতে পারব না।”
“আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ম্যাচ, মাঠে যা হবে তাই। পেছনে আমরা কী করেছি এবং সামনে কী অপেক্ষা করছে, এটাই আমার ভাবনার বিষয় এবং এটা নিয়েই আমরা কাজ করছি।”
গত মৌসুমে বার্সেলোনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য দাঁড়াতেই পারেনি রিয়াল। তিন প্রতিযোগিতায় চারবারের দেখায় সবগুলোতে পরাজিত হয় মাদ্রিদের দলটি।
এবার অবশ্য লা লিগায় এখন পর্যন্ত শীর্ষে আছে রিয়াল, ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে শিরোপাধারী বার্সেলোনা।
এমআর/টিকে