গত মৌসুমে পেছন ফিরে তাকালে, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে অবিশ্বাস্য সাফল্যে তৃপ্তির ঢেকুর তুলতেই পারে বার্সেলোনা। যদিও নতুন মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে সেইসব ম্যাচকে বড় করে দেখতে চান না পেদ্রি। মৌসুমের চার ক্লাসিকোর সবগুলো জয়ের স্মৃতিকে বরং প্রেরণা হিসেবে নিয়ে, এবারই একইরকম কীর্তি গড়তে চান বার্সেলোনা মিডফিল্ডার।
সবশেষ মৌসুমে লা লিগার দুই ম্যাচ ছাড়াও কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকাপে দেখা হয়েছিল এই দুই দলের। সবগুলো ম্যাচেই জিতেছিল হান্সি ফ্লিকের দল। সেই ম্যাচগুলোতে একটি গোল ও অ্যাসিস্ট করেছিলেন পেদ্রি।
সান্তিয়াগো বার্নাবেউয়ে রোববার বাংলাদেশের স্থানীয় সময় রাত সোয়া ৯টায় শুরু হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই।
গত মৌসুমে চার ক্লাসিকোয় জয়ের প্রসঙ্গে শুক্রবার পেদ্রি সাংবাদিকদের বলেন, আসছে ম্যাচে পুরনো সাফল্য কোনো প্রভাব রাখবে না।
“কোন দল কেমন ছন্দে থেকে ক্লাসিকোয় খেলতে নামে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আগে কে কী করেছে, মাঠে সেটার প্রভাব সামান্যই থাকে।”
“গত মৌসুমে আমরা দুর্দান্ত খেলেছি। আমাদের আবার সেই পর্যায়ে ফিরতে হবে। উন্নতির সুযোগ সবসময়ই থাকে। তবে আমাদের এটাও মনে রাখা উচিত যে, গত বছর আমরা সব ক্লাসিকোয় জিতেছিলাম। আশা করি, এবারও সেই ধারা ধরে রাখতে পারব আমরা।”
লা লিগায় ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
এমআর/টিকে