ম্যানচেস্টার ইউনাইটেড কি তবে পুরনো চেহারা ফির পেল? এখনই এ কথা বলাটা বাড়াবাড়িই হবে, তবে সমর্থকদের আশায় বুক বাঁধতে তো দোষ নেই। হার দিয়ে মৌসুম শুরুর পর ধুঁকতে থাকা রেড ডেভিলদের টানা তিন ম্যাচে জয় পাওয়া নিশ্চিতভাবেই সাধারণ কোনো ব্যাপার নয়। কিছুদিন আগেই চাকরি হারানোর শঙ্কায় থাকা কোচ রুবেন আমোরিমের জন্য দলের এমন পারফরম্যান্স তো স্বস্তিরই।
শনিবার (২৫ অক্টোবর) ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেছেন ইউনাইটেডের ব্রায়ান এমবেউমো। বাকি গোল দুটি করেন মাথিয়াস কুনিয়া ও ক্যাসেমিরো। ব্রাইটনের পক্ষে ড্যানি ওয়েলবেক ও চারালাম্পোস কস্তোউলাস একটি করে গোল করেন।
গত মৌসুমে এই ব্রাইটনের বিপক্ষেই দুইবারের দেখায় প্রতিবারই হেরেছিল ইউনাইটেড। ৯ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠেছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩টি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ব্রাইটন। এদিন কুনিয়া ও ক্যাসেমিরোর গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন এমবেউমো। মাঝে ব্রাইটন দুটি গোল শোধ করে ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছে।
২০১৪ সালে আমোরিম দায়িত্ব নেয়ার পর থেকে গত সপ্তাহের আগে টানা দুই ম্যাচে জয়ের রেকর্ড ছিল না ইউনাইটেডের। গত সপ্তাহে লিভারপুলকে হারিয়ে সেই তিক্ততা কাটায় তারা। এবার হ্যাটট্রিক জয়ের স্বাদ পেল রেড ডেভিলরা। প্রথমার্ধে বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে উজ্জ্বল ছিল ইউনাইটেড। ২৪ মিনিটে রেড ডেভিলরা লিড পায় কুনিয়ার নৈপূণ্যে। ক্যাসেমিরোর পাস থেকে গোলটি করেন এই ব্রাজিলিয়ান।
গত জুনে ইউনাইটেডে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে এটিই তার প্রথম গোল। গত মৌসুমের শুরু থেক সব প্রতিযোগিতা মিলিয়ে সাতবার ডি-বক্সের বাইরে থেকে শটে গোল করলেন কুনিয়া। এই সময়ে প্রিমিয়ার লিগে আর কেউই ডি-বক্সের বাইরে থেকে এতো গোল করেননি।
এর ১০ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ডি-বক্সের বাইরে থেকে ক্যাসেমিরোর নেয়া জোরাল শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়, গোলরক্ষকের কিছুই করার ছিল না।
৬১ মিনিটে গোলের খাতায় নাম তোলেন এমবেউমো। বেনিয়ামিন সিসকোর পাস ধরে ডি-বক্সে ঢুকে কাছের পোস্টে জোরল শট নিয়ে গোলটি করেন এই ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন এমবেউমো। এর আগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেছিলেন তিনি। ৭৪ মিনিটে ২২ গজ দূর থেকে জোরাল শটে গোল করেন ব্রাইটনে ওয়েলবেক। তাতে ম্যাচে রোমাঞ্চ ফিরে আসে।
গোলের পর আরও চাপ বাড়াতে থাকে ব্রাইটন। সুযোগও আসে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জেমস মিলনারের কর্নার থেকে দারুণ হেডে গোল করেন ১৮ বছর বয়সী গ্রিক ফরোয়ার্ড কস্তোউলাস। ততক্ষণে পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসেছে রেড ডেভিলদের।
তবে, এর ৪ মিনিট পরেই সব শঙ্কায় পানি ঢেলে দেন এমবেউমো। বদলি নামা মিডফিল্ডার এইডেন হেভেনের মাঝমাঠ থেকে বাড়ানো থ্রুবল ধরে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ক্যামেরুনিয়ান।
এসএস/টিকে