রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, সরকারের পক্ষ থেকে দুই উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগের কথা বলা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়, এ রকম একটা খবর এসেছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এই দুইজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত এবং এতে সরকারি পদে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। যৌক্তিক কারণে অনেক আগে তাদের পদত্যাগ করা উচিত ছিল।
নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসে এ বিষয়ে তিনি কথা বলেন।
তিনি বলেন, তারা প্রকাশ্যভাবে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে মাহফুজ আলম দীর্ঘদিন ধরে এনসিপির সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এলজিআরডি মন্ত্রী হিসেবে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দিয়ে এনসিপিকে সমর্থন করেছেন। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রভাবিত হতে পারে।
তিনি আরো বলেন, ডক্টর ইউনূসের উচিত ছিল অনেক আগেই এই দুইজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। সরকার চেষ্টা করেছে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে। যদিও অন্যান্য কিছু উপদেষ্টার মধ্যেও হয়তো কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি ঝোঁক বা পক্ষপাত থাকতে পারে, কিন্তু এই দুইজন সবচেয়ে প্রকাশ্যভাবে এবং সরাসরি একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। এতে কোনো ধরনের বিভ্রান্তি নেই।
তিনি বলেন, গত বছরের নভেম্বর মাসে একটি অধ্যাদেশে উপদেষ্টা কমিটি নীতিগতভাবে সম্মত হয়েছিল যে, যারা উপদেষ্টা হিসেবে থাকবেন তারা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না।
যদিও সেই অধ্যাদেশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়নি এবং চূড়ান্ত অনুমোদন হয়নি, তবুও এই নীতিগত সিদ্ধান্ত মানা জরুরি। এই নীতির আলোকে মোহাম্মদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়। নির্বাচনে অংশগ্রহণ না করলেও, তাদের উপদেষ্টা হিসেবে থাকা উচিত নয়, কারণ তারা সরাসরি রাজনৈতিক দলের কাজে জড়িত। অন্যদের ক্ষেত্রেও পক্ষপাতিত্ব থাকতে পারে, তবে যারা প্রকাশ্যভাবে সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে সরিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। বিষয়টি যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।
এমআর/টিকে