হালান্ডকে আটকে ইতিহাস গড়লো অ্যাস্টন ভিলা, এমেরির জাদুতে হতভম্ব ম্যান সিটি

অ্যাস্টন ভিলার ম্যানেজার হিসেবে তিন বছর পূর্তি উদযাপন করলেন উনাই এমেরি, আর সেই দিনটিতেই তার দল লিখে ফেলল এক অনন্য অধ্যায়। ‘অফ-কালার’ ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে তারা ভেঙে দিল সিটির টানা নয় ম্যাচের অপরাজিত ধারা, আর তুলে নিল প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয়।

২০২২ সালে স্টিভেন জেরার্ডের জায়গায় দায়িত্ব নেয়ার পর এমেরির হাত ধরে বদলে গেছে অ্যাস্টন ভিলা। মৌসুমের শুরুটা খারাপ যায় ভিলার। পরবর্তীতে ইউরোপা লিগে গো এহেড ঈগলসের কাছে অপ্রত্যাশিত হার দেখতে হয়। তবে সিটির বিপক্ষে এই জয় ভিলা সমর্থকদের জন্য ছিল দারুণ এক প্রাপ্তি।

ম্যাচের একমাত্র গোলটি আসে ১৯তম মিনিটে। কর্নার থেকে বক্সের প্রান্তে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে পান ম্যাটি ক্যাশ। যদিও কর্নারের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ছিল সিটি। তাদের দাবি, লুকাস ডিগনে আগে মাতেউস নুনেসকে ফাউল করেছিলেন।

মাত্র দুই মিনিট পরই সমতায় ফেরার সুযোগ পায় সিটি। ফিল ফোডেনের পাস থেকে আর্লিং হালান্ডের নিচু শট দুর্দান্তভাবে ফিরিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ।

পুরো ম্যাচে সিটি ক্লান্ত ও নিস্তেজ দেখিয়েছে, বিশেষ করে ভিয়ারিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের পর। দ্বিতীয়ার্ধে আরও গোল পেতে পারত ভিলা। জন ম্যাকগিনের ভলিটি ব্লক হয়, আর দোনারুম্মা জাডন স্যাঞ্চোর দুইটি নিশ্চিত গোল বাঁচান।



অন্যদিকে, সিটির একমাত্র উজ্জ্বল মুহূর্ত আসে সাভিনহোর প্রচেষ্টায়, যার ভলিটি গোললাইন থেকে ক্লিয়ার করেন পাও টরেস। শেষ দিকে হালান্ডের এক গোল অফসাইডের কারণে বাতিল হলে হতাশায় ডুবে যায় অতিথিরা।

মৌসুমের প্রথম ছয় ম্যাচে কোনো জয় না পেয়ে মাত্র দুটি গোল করেছিল ভিলা। এরপর থেকে তারা সাত ম্যাচে ছয় জয় তুলে নিয়ে দেখিয়েছে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। এটি প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল যারা টানা পাঁচ ম্যাচে জয় পায়নি, অথচ পরের চার ম্যাচ টানা জিতেছে। ১৯৩৬-৩৭ মৌসুমে প্রেস্টনের পর এমন নজির আর নেই।

ভিয়ারিয়াল থেকে আসার পর এমেরি যেন এক জাদুকর। একসময় অবনমন অঞ্চলের তিন পয়েন্ট ওপরে থাকা দলটিকে তিনি এখন চ্যাম্পিয়নস লিগের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।

এই জয়ে ভিলা গড়েছে আরও এক ইতিহাস। সিটির বিপক্ষে টানা তৃতীয় লিগ জয়, যা তারা সর্বশেষ করেছিল ১৯৬০ ও ১৯৭৫ সালে।

রক্ষণভাগে এজরি কনসা ও পাও টরেস ছিলেন দুর্ভেদ্য প্রাচীর, আর মাঝমাঠে আমাদু ওনানা ছিলেন প্রকৃত ‘এনফোর্সার’। ম্যাচের নায়ক অবশ্যই ম্যাটি ক্যাশ, যার নিখুঁত শটেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। মৌসুমে এটি ছিল তার দ্বিতীয় গোল, আর সেই শটে দোনারুম্মা ছিলেন সম্পূর্ণ অসহায়।

ভিলা পার্কে তাই উৎসবের আমেজ, এমেরির তিন বছর পূর্তি যেন উদযাপিত হলো এক অনবদ্য জয়ের মাধ্যমে।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা Oct 27, 2025
img
ইবাদত কবুলের প্রধান শর্ত হলো হালাল পথে উপার্জন : ধর্ম উপদেষ্টা Oct 27, 2025
img
ইসি নূন্যতম সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পারঙ্গম নয়: সামান্তা Oct 27, 2025
img
ভবিষ্যতের নতুন রূপরেখা তুলে ধরলেন তুরস্কের প্রেসিডেন্ট Oct 27, 2025
img
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত Oct 27, 2025
img
অর্থনৈতিক উন্নয়নের গ্রহণযোগ্য সমাধান ইনক্লুসিভ ডেভেলপমেন্ট : মান্না Oct 27, 2025
img
কালামের শেষকথা, ‘দু-এক দিনের মধ্যেই বাড়ি আসব, ইলিশ কিনে রেখো’ Oct 27, 2025
img
নির্বাচনের আগ মুহূর্তে নিউইয়র্কের মুসলিমদের উদ্দেশে মামদানির আবেঘন বার্তা Oct 27, 2025
img
“একাই এসেছি, একাই যাব” - নিঃসঙ্গতার দর্শনে অনুপম রায় Oct 27, 2025
img

অমিতাভ বচ্চন

“না মানেই শেষ কথা” Oct 27, 2025
img
সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১ Oct 27, 2025
img
জাপানে দক্ষ চালক নিয়োগে বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনের ঘোষণা Oct 27, 2025
img
আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি: আখতার Oct 27, 2025
img
হালান্ডকে আটকে ইতিহাস গড়লো অ্যাস্টন ভিলা, এমেরির জাদুতে হতভম্ব ম্যান সিটি Oct 27, 2025
img
আফগানিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করল বিসিবি Oct 27, 2025
img
বাংলাদেশ-ভারত ম্যাচ টিকিট অনলাইনে ছাড়া হবে ৯ নভেম্বর দুপুর ২টায় Oct 27, 2025
img
আমরা যদি আ.লীগের পাশে দাঁড়াই তাহলে নৌকার ভোট এবার ধানের শীষ পাবে : শামা ওবায়েদ Oct 27, 2025
img
নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানির দিন কমানোর আবেদন আদালতে খারিজ Oct 27, 2025
img
চার বছর পর মঞ্চে ফিরছে ‘ইটস মাই লাইফ’ খ্যাত বন জোভি Oct 27, 2025
img
দুই দেশের মধ্যকার চলমান সংকট খুব দ্রুত সমাধানের প্রতিশ্রুতি ট্রাম্পের Oct 27, 2025