এল ক্লাসিকো

ক্যারিয়ারে প্রথম লাল কার্ড পেল পেদ্রি

দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো শেষে কিছু একটা ঘটবে সেটা যেন অনুমেয়–ই ছিল। উত্তেজনার মঞ্চটা আগেই তৈরি করে দিয়েছিলেন স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তারকা রিয়ালকে ‘চোর’ ও ‘ছিঁচকাঁদুনে’ বলে তাতিয়ে দিয়েছিলেন। জয় নিশ্চিতের পর রিয়ালের দানি কারভাহাল ও ভিনিসিয়ুস জুনিয়র হাতের ইশারায় জবাব দিলেন– ‘বড্ড বেশি কথা বলেছ, এখন কথা বলো!’



বার্সেলোনার কাছে গত মৌসুমে ৪টি এল ক্লাসিকোর সবকটিতেই হেরেছিল রিয়াল। কেবল তাই নয়, হজম করেছিল ১৬টি গোল। সেই জোরেই কি না ইয়ামাল এবারও তেমন কিছুই ঘটবে বলে ইঙ্গিত দিলেন। তবে এল ক্লাসিকো যে নির্দিষ্ট মৌসুমের ফল দেখে বিচার করা ঠিক নয়। অনেক বছর ধরে এর রীতি ও ঐতিহ্য অন্তত তাই বলে। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল (রোববার) দুই দলই হাড্ডাহাড্ডি লড়েছে। তবে ২-১ ব্যবধানের জয়ে শেষ হাসিটা স্বাগতিক লস ব্লাঙ্কোসরাই হাসলো।

ম্যাচজুড়ে উত্তেজনা তো ছিল–ই, তবে সেটি বিশেষ মাত্রা পায় যোগ করা সময়ের দশম মিনিটে পেদ্রি’র লাল কার্ড দেখাকে কেন্দ্র করে। রিয়ালের ফরাসি মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। যা এই স্প্যানিশ মিডফিল্ডারের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড। ওই সময়ে দুই দলের ডাগআউটে থাকা ফুটবলার ও কোচিং স্টাফের মাঝেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একে অপরের দিকে বাক্য বিনিময় ও তেড়ে যাওয়ার ভাব দেখায়। বেঞ্চে থেকেই হলুদ কার্ড দেখেন বার্সা ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে, আর সতর্ক করে দেওয়া হয় রিয়ালের ব্যাকআপ গোলরক্ষক আন্দ্রে লুনিনকে।

কিছুক্ষণ বন্ধ থাকার পর খেলা শুরু হয়। খানিক বাদেই শেষ বাঁশি বাজান রেফারি। উদযাপনে ফেটে পড়ে সান্তিয়াগো বার্নাব্যু ও স্বাগতিক রিয়ালের পুরো স্কোয়াড। মাঠে থাকা রিয়ালের থিবো কোর্তোয়াও কিছু বলছিলেন ইয়ামালকে লক্ষ্য করে, তাতে ডাগআউট থেকে যোগ দেন জুড বেলিংহ্যামও। এর আগে খেলা শেষে দেখা হয় দুই স্প্যানিশ সতীর্থ ইয়ামাল ও কারভাহালের। তবে হাত মিলিয়ে ফেরার সময় কারভাহাল হাতের ইশারায় ইয়ামালকে ‘কথা কম বলা’র ইঙ্গিত দেন। তাতে ক্ষেপে যান বার্সা ফরোয়ার্ড, তার তেড়ে যাওয়ার পথে বাধা দেন রিয়ালের কামাভিঙ্গা। এরপর একে একে যোগ দেন আরও কয়েকজন। বার্সার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংকে পেছন থেকে ধাক্কা দিয়ে বসেন থিবো কোর্তোয়া।

হতাশা নিয়ে মাঠ ছাড়ছিলেন ইয়ামাল, তখন কিছুটা দূরে থাকা ভিনিসিয়ুসের সঙ্গে তার ফের বেধে যায়। আবারও তেড়ে যাওয়া শুরু, সেখানে সতীর্থ–কোচিং স্টাফরা এসে টানাটানি ও প্রতিপক্ষের গায়ে ধাক্কাধাক্কি চলে কিছুক্ষণ। এল ক্লাসিকোর উত্তেজনা পৌঁছে যায় আরও উচ্চ মাত্রায়। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা রাফিনিয়ার সঙ্গেও কথা চালাচালি হয় ভিনিসিয়ুসের। উদযাপনের সময় এমবাপে-বেলিংহ্যামদের উসকানির যোগান দেওয়া উদযাপন ছিল বার্সার ডাগআউট লক্ষ্য করে। এ ছাড়া মাঠে চলমান হাতাহাতি ছাড়াতে যোগ দিতে হয়েছিল স্বয়ং রিয়াল কোচ জাবি আলোনসোকে।

দিন শেষে ২-১ ব্যবধানের জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো লস ব্লাঙ্কোসরা। তাদের সঙ্গে ব্লু গ্রানাদের ব্যবধান বেড়ে দাঁড়াল ৫ পয়েন্টে। ১০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দুইয়ে রয়েছে।


আরপি/টিকে


Share this news on:

সর্বশেষ

img

কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা

হানিফসহ ৪ জনের বিচার শুরুর শুনানি মঙ্গলবার Oct 27, 2025
img
আমি আমার দেশ নিয়ে যথেষ্ট গর্বিত : তাসনিয়া ফারিণ Oct 27, 2025
img
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির তদন্ত চাইলেন ট্রাম্প Oct 27, 2025
img
এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়ম Oct 27, 2025
img
বিচারকের প্রশ্নে মাথা নাড়িয়ে আতিকুল জানালেন, ‘কোনো বক্তব্য নেই’ Oct 27, 2025
img
দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান: অর্থ উপদেষ্টা Oct 27, 2025
img
দিল্লীর জালে বন্দী রাজনীতি : গোলাম মাওলা রনি Oct 27, 2025
img
উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের বিভ্রান্তি নিয়ে সরকারের বিবৃতি Oct 27, 2025
img
৫০ নাকি ৫২! বিতর্কের মাঝে বয়স জানিয়ে পোস্ট মালাইকার Oct 27, 2025
img
দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে Oct 27, 2025
img
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ Oct 27, 2025
img
চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে দরকার স্মার্ট মানবসম্পদ : ডিসিসিআই সভাপতি Oct 27, 2025
img
আমেরিকাজুড়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত! Oct 27, 2025
img
দায়িত্ব গ্রহণের পর বার্তা দিলেন সৌদির গ্র্যান্ড মুফতি Oct 27, 2025
img
রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, অনশনে ২ শিক্ষার্থী Oct 27, 2025
img
চুয়াডাঙ্গায় দুদকের ১৮৮তম গণশুনানি শুরু Oct 27, 2025
img

জিল্লুর রহমান

দুই ছাত্র উপদেষ্টা নির্বাচন করবে কিনা তা এখন আলোচিত জিজ্ঞাসা Oct 27, 2025
img
ফের পাক-আফগান সীমান্তে সংঘর্ষে প্রাণ গেল ২৫ জনের Oct 27, 2025
img
ভুয়া মামলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল Oct 27, 2025
img
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫১৫ Oct 27, 2025