গতকাল রবিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘অনেকে সাংবাদিক, বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয়ে টেলিভিশন টক শোতে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন। ওই সাহস কোথায় ছিল গত ১৫ বছরে?’
তার এই বক্তব্যর পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তার এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।
নিজের ইউটিউব চ্যানেল কথায় প্রকাশিক এক ভিডিওতে উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে মাসুদ কামাল বলেন, ‘ড. ইউনূসকে নিয়ে কথা বলা যাবে না এটা বাংলাদেশের কোন আদালতে কোন আইনে কোন গ্রন্থে লেখা আছে বলেন।
সরকার প্রধানকে নিয়ে যদি আমার কথা বলার অধিকার না থাকে। যদি সেই অধিকার আপনি ছিনিয়ে নিতে চান তাহলে আপনার সঙ্গে আগের স্বৈরাচারী শাসকের পার্থক্যটা কি থাকল?’
তিনি আরো বলেন, আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন মিস্টার মাহফুজ আলম, ‘এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। এই এখতিয়ারও আপনার নেই। এটার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন, আপনাকে যে পদে বসানো হয়েছে আপনি সেই পদের যোগ্য নন।
মাহফুজ আলমের বক্তব্য টেনে মাসুদ কামাল বলেন, ‘কথা তো কথাই। কথার ছোট বড় কিভাবে হয় এটা আমার কাছে ক্লিয়ার না। একটা হতে পারে সত্য কথা বলছে আরেকটা হতে পারে মিথ্যা কথা বলছে। আরেকটা হতে পারে অর্ধ সত্য।
তার মানে আমি ধরে নিয়েছি যে কথাগুলো তার পছন্দ হচ্ছে না সেই কথাগুলোকে তিনি বড় কথা মনে করছেন।’
এমকে/এসএন