টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক আবারও আলোচনায় এসেছেন তার এক সংক্ষিপ্ত কিন্তু গভীর বার্তাকে ঘিরে। সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি বলেন - “ভাবলে খারাপ লাগে, অনেকে অন্য লোকের মুখে শুনে বিচার করে। কিন্তু ভগবান তোমার চোখ দিয়েছে, মুখ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। ভালো হলে ভালো বলো, খারাপ হলে খারাপ বলো।”
তার বক্তব্যে উঠে এসেছে ব্যক্তিগত মনন ও স্বাধীন চিন্তার প্রয়োজনীয়তা।
রঞ্জিত মল্লিকের মতে, আজকের যুগে মানুষ সত্য যাচাইয়ের আগে অন্যের ব্যাখ্যা, গুজব বা প্রচারণাকে বেশি গুরুত্ব দেয়। অথচ প্রত্যেক মানুষের নিজস্ব বোধশক্তি, বিবেক ও সত্য যাচাইয়ের ক্ষমতা আছে - যা প্রয়োগ না করলে সমাজে ভুল ধারণা ও বিভাজন তৈরি হয়। তার ভাষায়, মানুষের উচিত নিজের চোখে দেখে, নিজের মনের সত্য বুঝে মতামত প্রকাশ করা - অন্ধ অনুসরণ নয়।
সোশ্যালমিডিয়ায় এই বক্তব্য ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে। বিশেষ করে তরুণরাই বলছেন, বিনোদন জগতের অভিজ্ঞ একজন মানুষের কাছ থেকে এমন সোজাসাপ্টা বক্তব্য আজকের সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। অনেকে মত দিয়েছেন, সম্পর্ক, রাজনীতি কিংবা শিল্পসত্তা- যে বিষয়ই হোক, মানুষকে শেখাতে হবে নিজস্ব অনুসন্ধান ও নৈতিক দায়বদ্ধতার গুরুত্ব।
রঞ্জিত মল্লিক দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে ন্যায়বোধ, মূল্যবোধ ও মানবিকতার চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। এবার বাস্তব জীবনেও ঠিক সেই সুরেই তিনি মনে করিয়ে দিলেন - বিচার করার আগে নিজের চোখ ও মস্তিষ্ককে বিশ্বাস করাটাই সবচেয়ে বড় সততা।
কেএন/এসএন