শুভশ্রীকে নিয়ে ১৪ বছরেও কিছু বলিনি, এটাই সম্মান : দেব
মোজো ডেস্ক 01:45AM, Oct 28, 2025
টলিউড অভিনেতা দেব আবারও সাবেক সহশিল্পী শুভশ্রীকে ঘিরে পুরোনো প্রসঙ্গ তুলে নিজের অবস্থান পরিষ্কার করলেন। তিনি বলেন, “আমি শুভশ্রীকে নিয়ে ১৪ বছর আগেও কিছু বলিনি। যখন ও বলেছে বাথরুমে গিয়ে কেঁদেছে, তখনও কিছু বলিনি। আজও কিছু বলিনি। আর এটাই তো সম্মান।”
দেবের এই বক্তব্যে পরিষ্কার -ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ না খোলাকেই তিনি প্রকৃত সম্মান মনে করেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সত্ত্বেও তিনি জানান, যে কোনো পরিস্থিতিতেও কারও ব্যক্তিগত আবেগকে আঘাত করবেন না।
গণমাধ্যমে শুভশ্রী -দেব সম্পর্ক ঘিরে জল্পনা বহুবার ছড়ালেও দেব বরাবরই নীরব থেকেছেন। নতুন মন্তব্যেও সেই ধারাবাহিকতা বজায় রেখে জানালেন, শিল্পীর কাজই হোক আলোচনার কেন্দ্রে, ব্যক্তিগত বিষয় নয়।
দেবের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই আলোচনা তৈরি করেছে। অনেকেই আবারও তার সংযমী অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন।