গোয়েন্দাগিরি ছেড়ে এবার গায়ক হতে মরিয়া শ্রীকান্ত তিওয়ারি! ‘ফ্যামিলি ম্যান ৩’-এর পয়লা ঝলকে কৌতূহলের পারদ চড়ালেন মনোজ বাজপেয়ী। কথা ছিল, পঁচিশ সালে দিওয়ালির মরশুমে মুক্তি পাবে তৃতীয় সিজন। তবে নিরাশ করলেন না ‘রাজ অ্যান্ড ডিকে’ জুটি! দীপাবলি না হোক অন্তত ছটপুজোর মরশুমে ‘ফ্যামিলি ম্যান ৩’-এর নতুন প্রোমো প্রকাশ্যে এনে উন্মাদনার পারদ চড়ালেন নির্মাতারা।
নতুন সিজনে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ইন্টেলিজেন্স অফিসার শ্রীকান্ত তিওয়ারি। চার বছরের বিরতিতে তার সংসারেও পরিবর্তন এসেছে। প্রোমোতে ‘সুচিত্রা’ প্রিয়ামণি জানালেন, গত চার বছর ধরে গান নিয়েই মজে রয়েছে শ্রীকান্ত। দিনভর বেসুরো কণ্ঠে গান গাওয়ার চেষ্টা চালিয়ে যায় সে। যার জন্যে পরিবার তো বটেই শ্রীকান্তের উপর বেজায় বিরক্ত তার সহকর্মীরাও। এর মাঝেই তাদের মেয়ে কলেজে ভর্তি হয়েছে। ছেলেও পরিণত হয়েছে। সে এখন ব্যালে শেখে। এমন ঝলকেই স্পষ্ট, তৃতীয় সিজনের গল্প ঠিক কোথা থেকে শুরু হচ্ছে। পর পর দুটো সিরিজে দর্শককে মুগ্ধ করে এবার ‘ফ্যামিলি ম্যান ৩’-এর ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা বলাই বাহুল্য। এই সিজনের বড় চমক জয়দীপ আওলাত। এছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে নিমরত কৌরকে। এছাড়াও সিরিজে রয়েছেন শারিব হাসমি, শ্রেয়া ধন্বন্তরি, অশ্লেষা ঠাকুর, বেদান্ত সিনহার মতো অভিনেতা। আগামী ২১ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাচ্ছে ‘ফ্যামিলি ম্যান ৩’। ২৪০টি দেশের দর্শক এই সিরিজ দেখার সুযোগ পাবেন।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের প্রথম মরশুম। ভারতীয় ওয়েব প্ল্যাটফর্মের সিরিজগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডি কে পরিচালিত সিরিজটি। দ্বিতীয় মরশুমে রাজির ভূমিকায় নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয়ের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও অনবদ্য ছিলেন তিনি। এবারের গল্প কোনদিকে মোড় নেবে সেই সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে তৃতীয় সিজনের গল্পের প্রেক্ষাপটে উত্তর-পূর্ব ভারতের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেই মনে করা হচ্ছে।
এসএন