দিওয়ালি পেরলেও তার রেশ এখনও কাটেনি! সোশাল পাড়ায় তারকামহলের সুখস্মৃতি রোমন্থনের ভিড়। এমন আবহে দীপাবলির বোনাস নিয়ে কটাক্ষের শিকার অমিতাভ বচ্চন। সাম্প্রতিক ভাইরাল এক ভিডিওয় জানা যায়, চলতিবারে দিওয়ালি উপলক্ষে জলসার পরিচারকদের ১০ হাজার টাকা বোনাসের সঙ্গে একবাক্স মিষ্টি উপহার দিয়েছেন বিগ বি। আর তাতেই শোরগোল নেটপাড়ায়। বলিউড শাহেনশাকে ‘কিপটে’ বলে খোঁটা দিলেন একাংশ।
ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেল, অমিতাভের জুহুর ‘জলসা’ বাংলোর বাইরে নিরাপত্তাকর্মীরা হাতে মিষ্টির বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। জনৈক ভ্লগার তাঁদের উদ্দেশে প্রশ্ন ছোড়েন- ‘আর কী দিলেন বচ্চনরা?’ হাসিমুখে ওই কর্মী জানান, প্রত্যেক কর্মীকে এক বাক্স মিষ্টির সঙ্গে ১০ হাজার টাকা করে দিয়েছেন। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটভুবনের একাংশ সমালোচনা শুরু করেছেন।
কারও মন্তব্য, ‘নিজে ক্রোড়পতি হয়ে পুজো গন্ডার দিনে গৃহকর্মীদের মোটে ওই কটা টাকা বোনাস দিলেন!’ কেউ বা বললেন, ‘বলিউডের সবথেকে বড় তারকা অমিতাভ বচ্চন এক বাক্স মিষ্টি আর ১০ হাজার টাকাতেই দিওয়ালি বোনাসের দায় সারলেন।’ আবার কারও কটাক্ষ, ‘খুব খারাপ। দিনরাত এক করে ওরা আপনাদের সেবা করে। আর কটা টাকা বেশি দিলে কী হত?’ কারও বক্তব্য, ‘মুম্বইয়ের মতো জায়গায় দশ হাজার টাকা বোনাস হিসেবে যথেষ্ট নয়। ছিঃ, ভীষণ লজ্জাজনক!’ একাংশ আবার মনে করিয়ে দিলেন, ‘দীপাবলিতে সকলেই কর্মীদের দ্বিগুণ বেতন দেয়। অন্তত ২০-২৫ হাজার টাকা তো বোনাস পায়ই। কিন্তু এত বড় মাপের সেলেব হয়েও উনি কী কিপটে!’ এহেন নানা কটুক্তিতে ছেয়ে গিয়েছে নেটপাড়া।
এসএন