আজ ২৮ অক্টোবর, হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস এর জন্মদিন। ১৯৯০-এর দশকের শুরুতেই 'প্রিটি উম্যান' সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর ধারাবাহিকভাবে ব্যস্ত থাকলেও প্রতিটি সিনেমাতে মান বিচার করে নাম লেখান। ক্যারিয়ারের ছয় বছরের মাথায় প্রথম বিয়ে করেন লাইল লাভটের সঙ্গে, যা তিন বছরই স্থায়ী হয় না। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন কিছুটা ভেঙে পড়লেও তিনি ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে দেননি।
২০০০ সালে 'দ্য মেক্সিকান'র শুটিংয়ের সময় চিত্রগ্রাহক ড্যানিয়েল মডারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর পরই তিনি অস্কার জয় করেন 'এরিন ব্রকোভিচ' সিনেমার জন্য।
প্রেমের দুই বছর পর গভীর রাতে ড্যানিয়েলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর প্রকাশ্যে ব্যক্তিগত জীবন নিয়ে সরব না হলেও সম্পর্ক সুদৃঢ় থাকে।
বিয়ের পর পরিবার ও ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রেখে তিন সন্তানের মা হিসেবে স্থিতিশীল জীবনযাপন করছেন জুলিয়া। ২০১৭ সালে পিপলস ম্যাগাজিনে বিশ্বের সেরা সুন্দরী নারীর তালিকায় জায়গা পান তিনি। দীর্ঘদিনের ক্যারিয়ার, প্রেম ও পারিবারিক জীবনে স্থিতিশীলতা—সব মিলিয়ে জুলিয়া রবার্টস হলিউডের এক প্রেরণাদায়ক ও সফল তারকা।
এমকে/টিএ