বলিউডে অভিনেত্রীদের তুলনায় অভিনেতারা সমস্তরকমের সুযোগ সুবিধা পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছেন, এমন অভিযোগ বারবার উঠেছে। তা পারিশ্রমিক হোক কিংবা মেকআপ ভ্যান বা কম সময় শুটিং করা, সবক্ষেত্রেই অভিনেতারা সুযোগসুবিধা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে। এই অভিযোগে যেন ঘৃতাহুতি হয়েছিল দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা শিফটে শুটিং করার শর্ত নিয়ে বিতর্ক। আর তার হাত ধরেই একে একে উঠে এসেছে ইন্ডাস্ট্রির অন্দরের নানা ঘটনা। নির্দিষ্ট সময় শুটিং করার মতো বিষয় নিয়ে মুখ খুলেছেন এরপর বহু তারকাই। এবার দীপিকার এই শর্তকে একপ্রকার সমর্থন জানিয়ে নিজের মতামত জানালেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা। কী বললেন তিনি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকা বলেন, “অতিরিক্ত সময় শুটিং করার মতো বিষয়টিকে আমরা মহিমাণ্বিত করি বটে। তবে তা একেবারেই করা উচিত নয়। এটা একেবারেই ভুল। হ্যাঁ, আমি অবশ্যই অতিরিক্ত সময় শুটিং করি এ কথা ঠিকই কারণ আমি আমার টিমকে ‘না’ বলতে পারি না। তবে এই অতিরিক্ত সময় শুটিং করলে শুধুই অভিনেতা-অভিনেত্রীদের জন্যই নয় বরং টিমের বাকি সদস্যদের জন্যও তা সমস্যা হয়ে পড়ে। আর অতিরিক্ত সময় শুটিংয়ের প্রয়োজন হলে সেক্ষেত্রে সঠিক ব্যাবস্থা থাকা দরকার। তবে আমি বলব অভিনয় কেন যে কোনও কর্মক্ষেত্রেই অতিরিক্ত সময় কাজ করাটা কখনই যুক্তিযুক্ত নয়।”
বেশ কিছুদিন আগেই রশ্মিকার নতুন ছবি ‘থামা’র সহ-অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এই নিয়ে মুখ খুলেছিলেন। তিনিও দীপিকার শর্তকেই সমর্থন করে বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সঠিক নিয়ম জারি হওয়া ও সকলের জন্য তা এক হওয়া খুব দরকার।’ তার আগে কঙ্কনা সেন শর্মা-সহ বহু অভিনেতা-অভিনেত্রীই রণবীর ঘরনির আট ঘণ্টা শিফটের শর্তকে সমর্থন করেছেন।
এসএন