সাত মাস প্রেমের পর বিয়ে করেছেন টিকটক, মিউজিক ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া অনামিকা ঐশী এবং রাসেল খান। ২০২১ সালে তাদের পরিচয় হলেও মাঝে কয়েক বছর যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন, এরপর চলতি বছরে আবার তারা কাছাকাছি আসেন। গেল ২৭ অক্টোবর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন রাসেল-ঐশী।
             
        
বিয়ের খবর জানিয়ে রাসেল খান গণমাধ্যমে বলেন, ‘নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানাই। এরপর বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। আসলে আমাদের সবার জীবনে কম বেশি ভালো-মন্দ অতীত থাকে। অতীত ফেলে আমরা সুন্দর বর্তমান ও আগামীটাকে নিয়ে বাঁচতে চাই। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।
এদিকে তাদের বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও কম হয়নি। কেউ কেউ তাদেরকে ‘শিয়াল-মুরগী’ সম্বোধন করেও মন্তব্য করছেন। এমন মন্তব্য চোখ এড়ায়নি এই জুটির। এরপর রাসেল বললেন, ‘অনেকেই বলছিল আমরা নাকি প্রেম করছি না, ফান করছি! এও বলছিল, আমি শিয়াল হয়ে ঐশীকে মুরগী ভেবে ইউজ করব, বিয়ে করব না।
এজন্য আমি তাদের সমবেদনা জানিয়ে বলছি, শিয়াল মুরগীকে ধরে ফেললো!’ ঐশীকে ‘আফ্রিকার জঙ্গল থেকে কুড়িয়ে আনা ডায়মন্ড’ উল্লেখ করে রাসেল বলেন, ‘আমি মনে করি, প্রিয় মানুষের পাশে থেকে ভালোবেসে আগলে রাখাই গুরত্বপূর্ণ। অযত্নে ফেলে রাখা ফুল না ভেবে, মনে করা উচিত সেই মানুষটা আফ্রিকার জঙ্গল থেকে কুড়িয়ে আনা ডায়মন্ড। ভালো মানুষ অনেকসময় ভুল স্থানে অযত্নের স্বীকার হয়। সঠিক স্থানে বিকশিত হয়।’
বিয়ের পর শিগিগিরই হানিমুনে যাবেন এই দম্পতি। সেটা দেশের বাইরে হবে বলেও জানিয়েছেন রাসেল।
এবি/টিকে