দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার সম্পর্ক কারও অজানা ছিল না। তারাও এ সম্পর্ক আড়ালে-আবডালে রাখার চেষ্টা করেননি।
 কখনো হাতে হাত ধরে, কখনো কোমর জড়িয়ে আলিঙ্গনাবদ্ধ হয়ে হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। সেই সম্পর্ক যখন হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে যায়, তখন তামান্নার ওপর কেমন প্রভাব পড়ে সেই দুশ্চিন্তা ছিল ভক্তকূলের। কিন্তু অভিনেত্রী ভেঙে পড়েননি। 
             
        
ভাঙনের খবর প্রকাশ্যে আসার পরও ক্যামেরার মুখোমুখি হয়েছেন, হাসিমুখে কাজ করেছেন সিনেমার। নিজেকে সংযত রেখেছিলেন কীভাবে? এমন প্রশ্ন শুনে তামান্না ভাটিয়া বলেন, তাতে একটি বিষয় স্পষ্ট— সম্পর্ক ভাঙা নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা কিংবা আক্ষেপ নেই।  তিনি বলেন, কয়েকটি বিষয় আমি কোনো দিন মেনে নেব না। যতই ভালোবাসি, মেনে নেব না।
এর আগে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে তামান্না বলেছিলেন, আমি সম্পর্কে চাওয়ায় নয়, দেওয়ায় বিশ্বাস করি। আমার চাহিদা অন্য মানুষের ওপর চাপিয়ে দিই না। আগের সম্পর্ক থেকে এটা আমি শিখেছি।
সেই সময় তামান্না ও বিজয়ের প্রেম পুরোদমে চলছিল। তার কয়েক মাস পর তামান্না জীবন বদলেছেন। আর এবার তিনি জানালেন, কেউ যদি তার মুখের ওপর মিথ্যা কথা বলে যায়, তা তিনি মেনে নিতে পারবেন না তিনি।
অভিনেত্রী বলেন, এটা শুধু আমার একার নয়। যে কোনো মেয়ের ক্ষেত্রেই বিষয়টি একই হবে বলে আমার মনে হয়। তা ছাড়া মিথ্যা বলাটাও শুধু সমস্যা নয়। উল্টো দিকের মানুষটি যখন মিথ্যে বলেন, তখন নিশ্চয়ই ভাবেন— তিনি মিথ্যে বলে যাবেন এবং আমি বিশ্বাস করব। আমার ওই ভাবনাতেও সমস্যা আছে। আমি শুধু মিথ্যা বলা নয়, ওই এই ভাবনাটাকেও অসম্মান বলে মনে করি।
সম্পর্ক ভাঙার কারণ নিয়ে সরাসরি এতদিন কোনো কথা বলেননি অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে সম্পর্কের শর্ত নিয়ে কথা বলেছেন তিনি। তাকে প্রশ্ন করা হয়েছিল— সম্পর্কের কোন জিনিসটি তিনি কখনোই মেনে নেবেন না? জবাবে তামান্না বলেন, আমি যখন কোনো সম্পর্কে থাকি, তখন আমার পুরোটা দিই। তুমি যদি খুন করে এসেও আমাকে বাঁচাতে বলো, আমি সেটিও করব। যদি কেউ বলে আমার কোনো দোষ আছে, আমি তার কথা শুনে পরিস্থিতি বদলানোর চেষ্টা করব। কিন্তু কেউ যদি মিথ্যা কথা বলে, তবে আমি মেনে নেব না একেবারেই।
সম্পর্ক ভাঙার ছাপ তারকাদের চোখেমুখেও পড়ে। তেমন ঘটনা যখন ঘটে, তখন কেউ নিজেকে কিছু দিনের জন্য আড়ালে নিয়ে যান। কেউ কেউ সংযমের অভিনয় করতে না পেরে প্রকাশ্যে ভেঙেও পড়েন। বলিউড এ দুই ধরনের ঘটনারই সাক্ষী থেকেছে। তবে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে দেখলে মনে হয়, তিনি ওই সব বিচ্যুতির ঊর্ধ্বে।
আরপি/টিকে