চাঁদে মানুষের প্রথম পদচিহ্ন নিয়ে কিম কার্ডাশিয়ানের মন্তব্যের পর সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে নাসা। মার্কিন স্পেস এজেন্সিটি বলেছে, ১৯৬৯ সালের অ্যাপোলো-১১ মিশনসহ তারা মোট ছয়বার মানুষকে চাঁদে পাঠিয়েছে-এ দাবিতে কোনও সন্দেহের অবকাশ নেই।
নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'হ্যাঁ, আমরা চাঁদে গিয়েছি, ছয়বার!'
তবে, এমন নাসার এমন দাবি হটাৎ করেই আসেনি। এর আগে, কিম কার্ডাশিয়ানের তার জনপ্রিয় রিয়েলিটি শো দ্য কার্দাশিয়ানস-এর সবশেষ পর্বে সারা পলসনকে জানান যে তিনি মনে করেন চাঁদে অবতরণ 'ভুয়া'। তিনি পলসনকে দেখান বাজ অলড্রিনের একটি সাক্ষাৎকার, যেখানে নাকি তিনি বলেছেন-'এটি ঘটেনি'। তবে উদ্ধৃত কথাগুলো আসলেই অলড্রিনের কিনা তা স্পষ্ট নয়।
কার্দাশিয়ান আরও বলেন, 'আমি সবসময়ই ষড়যন্ত্র তত্ত্বের দিকে ঝুঁকি। আমি মনে করি চাঁদে অবতরণ ভুয়া ছিল। বাজ অলড্রিন নাকি অনেক সাক্ষাৎকারে বলেছেন এটি হয়নি।'
তার এমন দাবির পর নাসা কঠোরভাবে প্রতিক্রিয়া জানায়। বিতর্কিত এই পর্বটি প্রচারিত হওয়ার পর ডাফি এক্সে কার্দাশিয়ানকে ট্যাগ করে তার বক্তব্য তুলে করেন। তিনি বলেন,
'মহাকাশ জয়ের প্রতিযোগিতায় আমরা আগেও জিতেছি, এবারও জিতব।'
সূত্র: বিবিসি নিউজ।
কেএন/টিএ