পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাবিশ’ আবারও বাংলাদেশে আসছে। ডিসেম্বর মাসে তারা ঢাকার একটি জনপ্রিয় লোকেশনে গান পরিবেশন করবে। তাদের কনসার্টটি আয়োজন করবে প্রাইম ওয়েভ কমিউনিকেশন।আয়োজকদের পক্ষ থেকে এরইমধ্যে অনলাইনে কনসার্টের প্রচারণা শুরু হয়েছে। জানা গেছে এ মাসেই অনলাইনে ছাড়া হবে টিকিটও।

এর আগে কাভিশ রাজধানীর সেনাপ্রাঙ্গণে ২৪ ও ২৫ জানুয়ারি ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামে কনসার্ট করে। যেটি আয়োজন করে ব্লু ব্রিক কমিউনিকেশনস। ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড ‘কাবিশ’।
‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’ এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি রয়েছে ব্যান্ডটির।
এসএস/টিএ