প্রিন্স সিনেমার নায়িকা ইধিকা পালের পারিশ্রমিক নিয়ে সমালোচনা, ৪০ লক্ষে নাকি পরিচালকও অবাক!
শোবিজ মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নতুন সিনেমা ‘প্রিন্স’। সিনেমার নায়িকা ইধিকা পাল ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন, এমন খবর প্রকাশ্যে আসতেই রসবোধ সম্পন্ন মন্তব্য করেছেন শোবিজ ব্যক্তিত্ব এমডি ইকবাল।
এমডি ইকবাল বলেন, “যেখানে ওদের দেব ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নেয় না, সেখানে ইধিকা পালকে এত বড় পারিশ্রমিক দেওয়া কেন? এমনকি নায়িকা হয়ে ওঠার পরও এটি ঠিক কি?”
তিনি আরও বলেন, “প্রিয়তমা, বরবাদ এবং খাদান, রঘু ডাকাত, সবই শাকিব খান ও দেবের কারণে চলেছে। কিন্তু সোহমের সিনেমা যেখানে বহুরুপী করেছে, সেটা তো সুপার ডুপার ফ্লপ।”
ইকবাল প্রশ্ন তুলেছেন, “সেই নায়িকাকে ৪০ লক্ষ টাকা দিয়ে কোন পরিচালক নিতে রাজি হবেন?”
শোবিজ মহলে এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। দর্শকরা উন্মুখভাবে অপেক্ষা করছেন, ‘প্রিন্স’ সিনেমা মুক্তির পর ইধিকা পালের পারিশ্রমিক এবং তার অভিনয়ের প্রভাব কেমন হবে।
আইকে/টিএ