গত সেপ্টেম্বরে ডান উরুর ইনজুরিতে পড়েছিলেন নেইমার জুরিয়র। যার ফলে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডেও জায়গা হয়নি তার। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন নেইমার। তবে ইনজুরি কাটিয়ে প্রায় দেড় মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।
শনিবার (১ নভেম্বর) ভিলা বেলমিরোতে ফোর্তালেজার মুখোমুখি হবে সান্তোস। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
আর এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কোচ জুয়ান পাবলো ভোজভোদা। যেখানে রাখা হয়েছে নেইমারকে। তবে শুরু একাদশে নেইমারকে না দেখার সম্ভবনাই বেশি।
কিন্তু সান্তোস ও নেইমার আশা করছে, আগামী ৬ নভেম্বর পালমেরাস ও ৯ তারিখ ফ্লোমিঙ্গোর বিপক্ষে শুরু একাদশে দেখা যেতে পারে।
৩২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে সান্তোস। অন্যদিকে ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে ফোর্তালেজা। ফলে দুই দলের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
আইকে/টিএ