আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর পাঁচটি ওয়ানডে ম্যাচ হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে, যার চারটিতেই জিতেছে বাংলাদেশ। এরপর গত দেড় যুগের বেশি সময় পার হলেও আফগানিস্তানের সঙ্গে বয়স ভিত্তিক সিরিজ ছাড়া আর তেমন কোন ম্যাচ গড়ায়নি এই মাঠে। ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।
বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে বিএফএ ফুটবল টুর্নামেন্টে শুক্রবার এরুলিয়া হাইখোলা বালুর মাঠে ফাইনালে বিদ্যুৎ বয়েজ ক্লাব ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তরুণ যুব সংঘ। টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি ছিলেন তামিম।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরার প্রসঙ্গে তামিম বলেছেন, ‘বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটিং উইকেট। আশা করছি ভবিষ্যতে এখানে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসবে।’
গ্র্যান্ড ফাইনালের ম্যাচটি উদ্বোধন করেন বগুড়া ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
আইকে/টিএ