নোয়াখালীতে সন্ধ্যায় গ্রেপ্তার, ভোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালীতে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহতের নাম ইব্রাহিম খলিল ওরফে ভাণ্ডারি রুবেল (২৭)।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার পশ্চিম মহদুরীপুর গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার।

নিহত ইব্রাহিম খলিল সদর উপজেলার আইউবপুর গ্রামের আবুল কাশেম ভাণ্ডারির ছেলে।

পুলিশের দাবি, নিহতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাকারবারসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ডিবির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসি (ডিবি) কামরুজ্জামান সিকদার জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্ব মহদুরীপুর গ্রামে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ভাণ্ডারি রুবেলকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোর রাতে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। তাকে নিয়ে পশ্চিম মহদুরীপুর গ্রামে সাফা মিয়ার বাগানবাড়ির কাছে পৌঁছালে রুবেলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে রুবেল নিহত হয়।

ওসি আরও জানান, গোলাগুলিতে তিনি নিজেসহ পুলিশের আরও চার সদস্য আহত হয়েছেন। বাকি চারজন হলেন- উপপরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারী উপপরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: