প্রতি বছরের মতো এবারও শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর তথ্যমতে ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হতে পারে এই টুর্নামেন্ট। বিপিএল সবসময়ই দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের মিলনমেলা হিসেবে পরিচিত। এ কারণে সুযোগ পেলে এই টুর্নামেন্টে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ক্যারিবীয় পেসার রোমারিও শেফার্ড।
শেফার্ডের ফর্মও বেশ উজ্জ্বল। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তিনি দারুণ এক হ্যাটট্রিক করেছেন। জেসন হোল্ডারের পর দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা এই পেসার ১৮তম ওভারে নুরল হাসান সোহানকে আউট করার পর শেষ ওভারে ৮৯ রান করা তানজিদ হাসান তামিম ও শরিফুল ইসলামকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন।
সিরিজজুড়ে দারুণ পারফরম্যান্স করে সেরা খেলোয়াড় হয়েছেন শেফার্ড। সেসময় তিনি বলেন, ' আমি হ্যাটট্রিকের ব্যাপারে জানতাম না। আমি খুব বেশি উদযাপন করতে চাইনি কারণ চারটা বল বাকি ছিল। রোস্টন ও আগুস্তে দারুণ ব্যাটিং করেছে আজ। ব্যাটাররা দেখিয়েছে আমাদের ভবিষ্যত উজ্জ্বল।'
এরপর ম্যাচশেষে সাংবাদিকদের শেফার্ড বলেন, বিপিএল খেলার আগ্রহের কথা। এর আগেও বিপিএলে খেলেছেন এই তারকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৪ ম্যাচে ৯০ রান করেছিলেন এক ফিফটিসহ৷ পাশাপাশি বল হাতে ৫ উইকেট শিকার করেন তিনি।
বিপিএল প্রসঙ্গে শেফার্ড বলেন, ' যদি এভেইলেবল থাকি আর সিলেক্টেড হই তাহলে খেলব।'
আগামী মাসে একইসময়ে চলবে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ। সংযুক্ত আরব আমিরাতে চলবে আইএলটি-২০ লিগ, দক্ষিণ আফ্রিকায় রয়েছে এসএ টোয়েন্টি লিগ। বিপিএল ছাড়াও অস্ট্রেলিয়ায় চলবে বিগ ব্যাশ লিগ। বিভিন্ন দেশের ক্রিকেটারদের মিলনমেলা বসবে এসব লিগে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টিএম/ টিএ