সম্প্রতি রান খরায় পুড়ছে জাকের আলীর ব্যাট। যার ফলে দর্শকদের ট্রলের শিকার হচ্ছেন এই তরুণ ক্রিকেটার। মাঠে ব্যাটিং কিংবা উইকেটকিপিংয়ের সময় অনবরত চুইংগাম চিবাতে থাকেন তিনি। আর এটাকেই ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করছে সমালোচকরা।
বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন নামকরা সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। বিষয়টিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন আসিফ। এটা ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করেন তিনি। তিনি বলেন, একটা চুইংগাম নিয়ে পুরো দেশ ব্যস্ত। একটা রানআউট নিয়ে পুরো দেশ ব্যস্ত। এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটাও দরকার আছে।
ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এই ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি জাকের। মাত্র ৫ রান করে আউট হন তিনি।
এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ১৭ রান। এ জন্য ১৮ বল খেলেন জাকের। সব মিলিয়ে সময়টা কথা বলছে না এই ক্রিকেটারের হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটার প্রভাব ভালোভাবেই টের পাচ্ছেন জাকের।
এবি/টিকে