ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার সঙ্গে সঙ্গে চোটের ধাক্কাও খেল বাংলাদেশ দল। ম্যাচ চলাকালীন গোঁড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দুজনই বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে রয়েছেন।
ঘটনাটি ঘটে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে ফিল্ডিং করতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহান। গোঁড়ালির দিকে হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকেন তিনি। মাঠেই বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যথা কমেনি। পায়ে ভর দিতে না পারায় শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় সোহানকে।
এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এক্স-রে করার জন্য। সৌভাগ্যবশত, এক্স-রেতে কোনো ভাঙন ধরা পড়েনি। তবে সতর্কতার অংশ হিসেবে পায়ে অস্থায়ী প্লাস্টার করা হয়েছে। আগামীকাল রোববার (২ নভেম্বর) সোহানের এমআরআই স্ক্যান করা হবে, যাতে লিগামেন্টের অবস্থা বিস্তারিত জানা যায়।
চট্টগ্রাম থেকে সকালে ঢাকায় ফিরে এসেছেন সোহান। তিনি রবিবার বিসিবির মেডিকেল টিমের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, একই ম্যাচে চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। ইনিংসের শুরুতে দুই ওভার বল করে ১২ রান দেওয়ার পর আর তাকে দেখা যায়নি। পরে জানা যায়, তার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। ইতোমধ্যে তার এমআরআই করা হয়েছে, তবে রিপোর্ট এখনো হাতে পায়নি বিসিবির মেডিকেল বিভাগ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শরিফুলের চোট যদি গ্রেড-ওয়ান হয়, তাহলে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে গ্রেড-টু ইনজুরি হলে পুনর্বাসনের সময় আরও দীর্ঘ হতে পারে।
আরপি/টিএ