জাতীয় দল পরিচালনার জন্য বোর্ড পরিচালনার দায়িত্বে আসা সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হতে পারে ‘ছায়া কমিটি’। এমন গুঞ্জন শোনা গিয়েছিল দিন দুয়েক আগে। কিন্তু এমন ‘ছায়া কমিটি’র সুযোগ দেখছেন না ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে বিশেষ প্রয়োজনে স্পেশাল কমিটি গঠন করা যেতে পারে বলে মনে করেন তিনি।
জাতীয় দলের ক্রিকেটারদের সবকিছু দেখভাল করে থাকে ক্রিকেট অপারেশন্স বিভাগ। তবে চাওয়া অনুযায়ী যেন চাহিদা মেলাতে পারছেন না ফাহিম, এমন কথা শোনা যায় মাঝেমধ্যেই। যার প্রেক্ষিতে সাবেক ক্রিকেটারদের নিয়ে নতুন একটা কমিটি গড়তে পারে বিসিবি এমন গুঞ্জন ছিল। যদিও এমন কিছুর সম্ভাবনা দেখছেন না ফাহিম।
গণমাধ্যমকে আজ তিনি বলেন, ‘ছায়া কমিটির তো কোনো সুযোগ নেই। বিসিবির প্রত্যেকটা কমিটিরই স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যেটা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক বলব না কিছু সংখ্যক সাবেক ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং ক্রিকেট বোর্ডে যথেষ্ট সময় কাটিয়েছে।’
‘যেকোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা যদি আমি একজন বিদেশি কোচ নিতে চাই, প্রধান কোচ নিতে চাই একটা বিশেষ কমিটি করে সেটা করা যেতে পারে। আমরা যদি একজন অধিনায়ক নির্বাচন করতে চাই সেটা একটা বিশেষ কমিটি করে করা যেতে পারে। এসব হতেই পারে। তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করার কোন সুযোগ আছে।’-যোগ করেন তিনি।
এবি/টিকে