লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। এ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে বদ্ধপরিকর কোচ শাবি আলোনসো। শিষ্য ভিনিসিউসের সঙ্গে দ্বন্দ্ব মিটে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সান্তিয়াগো বার্ন্যাবুতে শনিবার (১ নভেম্বর) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
ঘরের মাঠে এল ক্লাসিকো জয়ের স্মৃতি এখনো দগদগে। প্রতিযোগিতামূলক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪ ম্যাচ পর জয়ের সুখ স্মৃতি স্বস্তি বয়ে এনেছে রিয়াল শিবিরে। শিরোপা পুনরুদ্ধারের মিশনে এগিয়ে রয়েছে লস ব্লাঙ্কোস।
লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। টেবিলের দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে শাবির দল। শীর্ষস্থান মজবুত করতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। তবে এল ক্লাসিকোতে ভিনিসিউস জুনিয়রের আচরণ নতুন করে জন্ম দিয়েছিল বিতর্কের। যদিও বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন ভিনি। যার জন্য ভ্যালেন্সিয়া ম্যাচের আগে ভিনিকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ।
তিনি বলেন, ‘ভিনি তার সততা দেখিয়েছে। সে হৃদয় থেকে কথা বলেছে এই ক্লাবটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর সচেয়ে বড় বিষয় সে সতীর্থ, ক্লাব ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছে। আমি তার উপর সন্তুষ্ট। বিষয়টি আমরা প্রথম ট্রেনিং সেশনে মিটমাট করে ফেলেছি। আমাদের এখন একটাই লক্ষ্য ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিন পয়েন্ট তুলে নেয়া।’
লা লিগার পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা ভ্যালেন্সিয়াকে নিয়ে অবশ্য সতর্ক রিয়াল কোচ। ক্লাবটির বিপক্ষে শেষ তিন দেখায় মাত্র ১ জয় পেয়েছে লস ব্লাঙ্কোস।
শুরুর একাদশেই দেখা যেতে পারে এমবাপ্পে, ভিনিসিউস ও মাস্তানতুনোকে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আর্নোল্ড।
এমআর/টিকে