ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচে হেরেছে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ব্লাকবার্ন রোভার্সের বিপক্ষে দলটি হেরেছে ২-০ গোলের ব্যবধানে। যদিও এ ম্যাচে নামতে পারেননি বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।
গত অক্টোবরের প্রথম দিকে পোর্স্টমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল মার্টি সিফুয়েন্তেসের শিষ্যরা। পরের ম্যাচে হাল সিটির বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে শুরু। এরপর মিলওয়ালের বিপক্ষে ১-০ গোলের হার এবং সবশেষ ম্যাচে ব্লাকবার্ন রোভার্সের বিপক্ষে ২-০ গোলের হার দেখলো দলটি।
লেস্টার সিটির ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকে দারুণ খেলছিল স্বাগতিকেরা। তবে ২০ মিনিটের সময় প্রথম গোল করে বসে ব্লাকবার্ন। গোল করেন আইসল্যান্ডের ফরোয়ার্ড আন্দ্রি গুডজোনসেন। পরে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় হামজার দল।
বিরতির পর আরও আক্রমণাত্মক ছিল লেস্টার সিটি। তবে গোল শোধ করতে পারেনি দলটি। উল্টো ৬৩ মিনিটে আরও এক গোল করে বসেন ওই গুডজোনসেন। পরে ওই ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিক লেস্টারকে।
ইএ/টিকে