একের পর এক ফুটবলারদের চোট দুশ্চিন্তায় ফেলেছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিককে। সবশেষ মিডফিল্ডার পেদ্রির চোটে বেশ অবাক হয়েছেন বার্সা কোচ। তবে কোচের আশা, খুব শিগগিরই মাঠে ফিরবেন পেদ্রি।
গত সপ্তাহে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোলে হারের ম্যাচে শেষ দিকে লাল কার্ড দেখেন পেদ্রি। ম্যাচের পর করোনা পরীক্ষায় তার বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়ে। ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সংবাদমাধ্যমের খবর, তার সেরে উঠতে সময় লাগতে পারে ৪ সপ্তাহের মতো।
রোববার (২ নভেম্বর) লা লিগার ম্যাচে এলচের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে পেদ্রির চোট নিয়ে বিস্ময় প্রকাশ করেন কোচ হান্সি ফ্লিক। তবে তার আশা, শিগগিরই ফিরতে পারেন এই মিডফিল্ডার।
হান্সি ফ্লিক বলেন, ‘পেদ্রির চোটে আমরা অবাক হয়েছি। মাদ্রিদে ম্যাচের পর তার সামান্য অস্বস্তি, ক্লান্তি ছিল; কিন্তু আমরা তার পরীক্ষা করে দেখি এবং সেখানে চোট ধরা পড়ে। পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে। একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি আমরা। আশা করি, খুব শিগগিরই ফিরতে পারবে সে।’
ক্লাব ও জাতীয় দল মিলে টানা ৫৩ ম্যাচ খেলার পর চোটে পড়েছেন পেদ্রি। গত ২৬ জানুয়ারি সবশেষ কোনো ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি।
চলতি মৌসুমের প্রথম আড়াই মাসে বার্সেলোনার মূল দলের ২৩ জনের ১৩ জনই চোটে পড়েছেন। এর মধ্যে অনেকেই কেউ কেউ এখনও ভুগছেন। এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে আছে শিরোপাধারী বার্সেলোনা। ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
ইএ/টিকে