গত প্রায় এক যুগ জাতীয় পার্টির রাজনীতিতে আওয়ামী লীগের প্রভাব ছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, ‘আমরা অস্বীকার করব না, গত ১১ বছর জাতীয় পার্টির রাজনীতি স্বাধীন ছিল। সেখানে আওয়ামী লীগের বা সরকারের প্রভাব ছিল। এবার নিজস্ব রাজনীতি করসরকারের আজ্ঞাবহ বা সরকারের অধীনে রাজনীতি করছি না।’
আজ শনিবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রোল রোডে দলীয় কার্যালয়ের এক সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এস এম ইয়াসিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার শামীম বলেন, ‘যে গণভোটের দাবি করা হচ্ছে, এটা নজিরবিহীন। ছি। আমাদের দেশের সংবিধানে এই মহূর্তে গণভোটের কোনো প্রবিশন নেই। গণভোটের প্রবিশন ৭২-এর আসল সংবিধানে ছিল। সংবিধানের বেসিক স্ট্রাকচার যদি পরিবর্তন করতে হয়, তাহলে তারপর সেটা গণভোটে যাবে। সংসদ পাসের পর গণভোট হবে, রাষ্ট্রপতির সম্মতির আগে।
তিনি বলেন, ‘বর্তমানে গণভোটের যে দাবিটি উঠেছে তা যদি সংসদে পাস করার আগে বাস্তবায়ন হয় তাহলে ঐকমত্য কমিশনকে সংসদের স্ট্যাটাস দেওয়া হচ্ছে। ঐকমত্য কমিশন সার্বভৌম না, ইলেকটেড না, সংসদ না। সংসদকে বাইপাস করে কোনো আইন বাস্তবায়ন হলে সেটি সংবিধানের সংঙ্গে সাংঘর্ষিক হবে।’
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘এই প্রেক্ষাপটে আরেকটি অনৈক্যের সূচনা করবে গণভোট। আমরা দেশে আর বিভাজন চাই না। দেশ বাঁচাতে হলে ঐকমত্য সৃষ্টি করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়তে হবে। যারা দোষী তাদের বিচার করতে হবে। বিপুলসংখ্যক মানুষকে বাদ দিয়ে এই সংস্কার সর্বজনীন হবে না।’
তিনি বলেন, ‘নির্বাচনে আমরা আশঙ্কা করছি, একটি প্রশাসনিক ছক তৈরি করা হয়েছে। কেয়ারটেকার সরকার বাংলাদেশে এ কারণে আসল যে নির্বাচনের সময় যদি নির্বাচিত সরকার থাকে তাহলে তারা পরবর্তীতে ভোটকে নিয়ন্ত্রণে রাখবে। ঠিক সেই কারণে কেয়ারটেকার সরকার এসেছিল। যে কারণে ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর নির্বাচন প্রশ্নবিদ্ধ।’
জাপার এই নেতা বলেন, ‘এই মহূর্তে বাংলাদেশে যে প্রশাসনিক কাঠামো আছে তা বিএনপি-জামায়াতের কথামতো সাজানো হয়েছে। তা তথ্য উপদেষ্টা নিজেই বলেছেন। বর্তমান প্রশাসন বিএনপি-জামায়াত ও এনসিপির প্রশাসনিক কাঠামো। এই তিন দলের বাইরে যদি অন্য কোনো দল ভোটে আসে তাহলে এই প্রশাসনিক কাঠামো সুষ্ঠু ভোট হতে দেবে না। সে কারণে আমরা মনে করি, নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে ভোটের আগেই। বর্তমান সরকার নিজেকে নির্দলীয় প্রমাণ করতে পারেনি।’
তিনি বলেন, ‘আমরা অস্বীকার করব না যে গত ১১ বছর জাতীয় পার্টির রাজনীতি স্বাধীন ছিল। সেখানে আওয়ামী লীগের বা সরকারের প্রভাব ছিল। এবার নিজস্ব রাজনীতি করছি। সরকারের আজ্ঞাবহ বা সরকারের অধীনে রাজনীতি করছি না।’
ইউটি