মাস তিনেক আগে ছড়িয়ে পড়ে আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোল ও ইয়ামালের প্রেমের গুঞ্জন। এবার শোনা যাচ্ছে, তাদের সম্পর্ক নাকি ভেঙে গেছে। আর এমন গুঞ্জনের বিষয়ে টিকটকে একটি ভিডিও শেয়ার করেছেন স্প্যানিশ বিনোদন সাংবাদিক হাভি হোয়োস। তার মতে, পরিস্থিতি স্পষ্ট করার জন্য ইয়ামাল নিজেই নাকি তার সাথে যোগাযোগ করেছিলেন।
স্প্যানিশ এই বিনোদন সাংবাদিক জানিয়েছেন, ‘লামিনে ইয়ামাল আমাকে বলেছিলেন যে, নিকোলের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে।’
স্প্যানিশ এই সাংবাদিক আরও জানান, ‘তিনি (ইয়ামাল) জোর দিয়ে বলেছিলেন যে, আলোচিত সেই ভ্রমণের আগেই তারা তাদের সম্পর্ক শেষ করে ফেলেছিল। তারপর থেকে তারা আর একসাথে ছিলেন না।’
এর আগে একবার গুঞ্জন উঠেছিল, মাত্র ১৩ দিনেই নাকি নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের সম্পর্ক ভেঙে গেছে। দক্ষিণ আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, নিকোল নাকি ইয়ামালকে বাদ দিয়ে মন দিয়েছে আর্জেন্টাইন ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে।
ইয়ামাল নাকি তখন সাংবাদিকদের বলেছিলেন, ‘এসব বাচ্চাদের ব্যাপার। আমি জানিই না তিনি কে। এমনকি তার মুখও চিনতে পারি না।’
গত ২৪শে জুলাই ইয়ামাল-নিকোলকে ফের বিচ ক্লাবে দেখা গেছে জানিয়ে স্প্যানিশ সাংবাদিক লেখেন, দু’জন একসঙ্গে বিচ ক্লাবে গেছেন এবং নিশ্চিতভাবে তারা চুমুও খেয়েছেন। এমনকি ভোর ৪টার দিকে একসঙ্গে সেই স্থান ত্যাগ করেন তারা। এসব দৃশ্যমান ঘটনার বাইরেও দু’জনের মাঝে প্রেমের সম্পর্ক চলছে বলে নিশ্চয়তা দিচ্ছেন হোয়োস।
টিজে/টিএ