বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ জানান, দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনের চতুর্থ তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
কেএন/টিকে