জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে বরিশালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল খুলনা। চার দিনের সেই ম্যাচ আড়াই দিনেই জিতে নেয় মোহাম্মদ মিঠুনের দল। ওই ম্যাচের দুই ইনিংসেই স্পিন বলে জাদু দেখিয়েছিলেন খুলনার ক্রিকেটার আফিফ হোসেন। এরপরই এই অলরাউন্ডার বড় ছুটিতে যাচ্ছেন।
প্রথম ম্যাচেই ৮ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছিলেন আফিফ। তবে প্রথম রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করা এই ক্রিকেটার দ্বিতীয় রাউন্ডে খেলছেন না। অনেকে ভেবেছিলেন, মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় রাউন্ডের দলে ফেরায় আফিফের জায়গা হয়নি। তবে বিষয়টি তেমন নয়।
বিসিবির কাছে ১৫ দিনের ছুটি চেয়ে ই-মেইলে আবেদন করেছিলেন আফিফ। বিসিবি তার ছুটি মঞ্জুর করেছে। কারণ আবারও বাবা হচ্ছেন আফিফ, এই সময়টাতে তাই পরিবারের পাশে থাকতে ক্রিকেট থেকে কিছুদিনের বিশ্রাম নিতেই হচ্ছে। ধারণা করা হচ্ছে চতুর্থ রাউন্ড দিয়ে ফের মাঠে ফিরবেন আফিফ।
এর আগে লাল বলের এনসিএলে নিজেদের প্রথম খেলায় খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আফিফ হ্যাট্রিকসহ ৬ উইকেট শিকার করেন। সেদিন খুলনার হয়ে প্রথম ইনিংসে ১০.৫ ওভার করে ৩১ রানের বিনিময়ে তুলে নেন ৬ উইকেট।
এসএস/টিকে