নটীদের সময় থেকেই প্রচলিত একটি ভুল ধারণা আছে যে, অভিনেত্রী হওয়া মানেই শারীরিকভাবে নিজের সময় এবং জীবনের বড় অংশ মানুষকে বিলিয়ে দিতে হবে। এই ধারণা বদলাতে হবে। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বলেছেন, “অভিনেত্রীরাও শিক্ষক, চিকিৎসক বা অন্য পেশার মানুষের মতো পেশাগত দায়িত্ব পালন করেন। আমাদের কাজও প্রতিটি পেশার মতোই গুরুত্বপূর্ণ।”
ঋতাভরী আরও বলেন, “একজন অভিনেত্রী হিসেবে আমাদের কাজ কেবল মঞ্চ বা ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা গল্প বলি, দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করি এবং সামাজিক বার্তা পৌঁছে দিই। এটি অন্য যে কোনো পেশার মানুষের কাজের চেয়ে কম নয়।”
তিনি উল্লেখ করেন, “সমাজে অভিনয় পেশার প্রতি যে ভুল বোঝাবুঝি আছে, তা ধীরে ধীরে পরিবর্তন করা উচিত। একজন অভিনেত্রীও ব্যক্তি হিসাবে স্বাধীন, সৃজনশীল এবং পেশাদার।”
ঋতাভরীর এই মন্তব্য শিল্পী সম্প্রদায়ের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি বদলের প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে।
এমকে/এসএন