অভিনেত্রী ইন্দ্রানী দত্ত খোলামেলাভাবে জানিয়েছেন, তার অভিনয় জীবনে ইন্ডাস্ট্রির অনেক জায়গায় সুযোগের অভাব হয়েছে। তবে সেই অভাবকে তিনি ব্যর্থতা হিসেবে দেখেন না। তিনি বলেন, “ইন্ডাস্ট্রি আমাকে ইউজ করেনি, করতেই পারত। আমি মোটেই খারাপ অভিনেত্রী নই। নিজেকে যথেষ্ট মেনটেনও করে চলি।”
তার এই বক্তব্য থেকে বোঝা যায়, ইন্দ্রানী নিজের যোগ্যতা ও শ্রমের ওপর আস্থাশীল। তিনি আশা প্রকাশ করেছেন, যথাযথ সুযোগ পেলে দর্শকদের কাছে নিজের প্রমাণ দেখাতে পারবেন।
অভিনেত্রী আরও বলেন, পেশাগত জীবনে কখনও হতাশা তাকে আটকাতে পারেনি। তিনি মনে করেন, একজন শিল্পীর মান কেবল সুযোগের ওপর নির্ভর করে না, নিজের পরিশ্রম, মনোযোগ এবং ধারাবাহিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এই খোলামেলা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই তাকে সমর্থন জানিয়ে বলেছেন, ইন্দ্রানী দত্তের মতো আত্মবিশ্বাসী ও পরিশ্রমী শিল্পী প্রাপ্য সুযোগের অধিকার রাখে।
এই মুহূর্তে ইন্দ্রানী দত্ত নতুন প্রজেক্টের অপেক্ষায় আছেন এবং আশা প্রকাশ করেছেন, অদূর ভবিষ্যতে দর্শকরা তাকে আরও বেশি করে উপভোগ করবেন।
এমকে/এসএন