আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় এতে বিলম্ব ঘটে।
ভারত একাদশ: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, আমানজোত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী ও রেনুকা সিং।
দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা ভলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনিকা বশ, সুনে লুস, মারিজান কাপ, আনেরি ডের্কসেন, সিনালো জাফতা (উইকেটকিপার), ক্লোয়ি ট্রাইওন, নাদিন ডি ক্লার্ক, আয়াবঙ্গা খাকা ও ননকুলুলেকো এমলাবা।
এর আগে, দুইবার ফাইনাল খেলেছে হারমানের দল। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে তারা হেরেছিল প্রথমবার। দ্বিতীয়বার ২০১৭ সালে হারে ইংল্যান্ডের কাছে। অন্যদিকে, এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, ফাইনালে দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ দেখবে নতুন চ্যাম্পিয়ন।
আইকে/টিএ