পরিচালক কৌশিক গাঙ্গুলি সম্প্রতি জানান, সিনেমা বা ভিডিওতে গান হঠাৎ করে বন্ধ করা হলে তা গানের অমর্যাদা হয়। তিনি বলেন, “গান ধপ করে বন্ধ করেদিলে গানের অমর্যাদা হয়, আসতে আসতে ফেড আউট করে গান বন্ধ করতে হবে।”
গাঙ্গুলির মতে, সঙ্গীতের প্রতি শ্রদ্ধা দেখানো এবং দর্শককে পুরো অনুভূতি পৌঁছে দেওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। হঠাৎ করে গান থামালে তা কেবল দর্শকের অভিজ্ঞতাকেই বিঘ্নিত করে না, শিল্পীর প্রতিভাকেও যথাযথ সম্মান দেয় না।
তিনি আরও বলেন, সিনেমা বা বিজ্ঞাপনে গান ব্যবহার করার সময় সঙ্গীত পরিচালক, সাউন্ড ডিজাইনার এবং ভিডিও সম্পাদকদের মধ্যে সমন্বয় থাকা জরুরি। এর ফলে গান দর্শকের কাছে তার প্রকৃত রূপে পৌঁছাবে।
এমকে/এসএন