বাঙালি দর্শকের সিনেমা দেখা অভ্যাস সময়ের সঙ্গে বদলেছে।
এক সময়ে দক্ষিণী ধাঁচের মুভি যেমন মা, রং, দাঙ্গা প্রেক্ষাপটে গল্পের প্রতি ভক্ত ছিল, আজ সেই রুচি অনেকটাই কমে এসেছে।
গত দেড় দশকের সিনেমা নির্মাণে সম্পর্কভিত্তিক গল্পের জায়গা বেশি গুরুত্ব পেয়েছে।
কিন্তু এর মাঝখানে শিশুদের প্রতি আগ্রহ ও মনোযোগ অনেকাংশে হ্রাস পেয়েছে। অনেকে মনে করেন, বাস্তব জীবনের শৈশবও এক ধরনের হারিয়ে যাওয়া প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে।
এই পরিবর্তন সিনেমা ও দর্শকের মানসিকতার প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।
আরপি/এসএন