পরিচালক থেকে অভিনেতা হয়ে উঠলেন লোকেশ কানাগরাজ। আজ মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ডিসি-র টিজার, যা দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা সৃষ্টি করেছে। আরুণ মথেস্বরানের পরিচালনায় তৈরি এই চলচ্চিত্রে লোকেশের বিপরীতে অভিনয় করছেন ওয়ামিকা গাব্বি। সিনেমাটি একটি বনি অ্যান্ড ক্লাইড ধরনের চাঞ্চল্যকর, নান্দনিক এবং সহিংস থ্রিলারের ইঙ্গিত দিচ্ছে।
এক মিনিটের টিজারে দেখা যায়, লোকেশের চরিত্র দেবদাস রক্তাক্ত, সিগারেট হাতে এবং দৃঢ় মনোভাবের সঙ্গে দর্শকের সামনে হাজির হয়েছেন। ওয়ামিকার চরিত্র চন্দ্রা সেখানে আগুনের মতো উজ্জ্বল এবং নারীমূলক শক্তি নিয়ে উপস্থিত। এই দুই চরিত্রের রসায়ন এবং গাঢ়, রহস্যময় দৃশ্যপট টিজারের ভিজ্যুয়ালকে অত্যন্ত তীব্র ও নাটকীয় করেছে।
সিনেমাটির ব্যাকিং করছেন সান পিকচার্স এবং সঙ্গীত দিয়েছেন অনিরুদ্ধ রাভিচন্দ্র। টিজার অনুযায়ী, ডিসি সিনেমাটি কাঁচা একশন এবং অনন্য রোমান্সের মিশ্রণ, যা লোকেশের অভিনয়জীবনে নতুন অধ্যায়ের সূচনা করছে।
এমকে/এসএন