আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম নেওয়া এই তারকা নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ক্যারিয়ারে ধরে রেখেছেন আকাশচুম্বী জনপ্রিয়তা ও সাফল্য।
কিং খানের জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন এবারও আকাশ ছোঁয়া। এই বিশেষ দিন ঘিরে শাহরুখের মুম্বাইয়ের বাড়ি 'মান্নাত'-এর আশপাশে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা থেকেই সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। জন্মদিনের প্রথম প্রহর থেকেই বহু ভক্ত-অনুরাগী তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। বাদ নেই বলিউডের অন্যান্য তারকারাও।
তবে নায়কের জন্মদিন ঘিরে একটি মজার তথ্য রয়েছে, যা অনেকেরই হয়তো অজানা। আর তা হলো, শাহরুখের প্রতি জন্মদিনে তাঁর এক অস্ট্রেলীয় নারী ভক্ত চাঁদে নায়কের জন্য সামান্য জমি কিনে উপহার দেন।
একবার এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যম জি নিউজকে এই তথ্যটি নিজেই শেয়ার করেন বলিউড বাদশাহ। তিনি বলেন, "এক অস্ট্রেলিয়ান নারী আমার জন্মদিনে প্রতি বছর চাঁদে আমার নামে একটু করে জমি কেনেন। তিনি অনেক দিন ধরে এটা করছেন, আর আমি লুনার রিপাবলিক সোসাইটি থেকে সার্টিফিকেট পাই।"
লুনার রিপাবলিক সোসাইটি বা লুনার রেজিস্ট্রি এমন একটি সংস্থা, যারা প্রতীকীভাবে চাঁদের "জমি বিক্রি" করে।
শাহরুখ বলেন, "ওই নারী আমাকে রঙিন ই-মেইল পাঠান এক লাইন লাল, এক লাইন নীল। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি যে সারা বিশ্বের মানুষ আমাকে এত ভালোবাসে।"
এমকে/এসএন