বলিউডের তরুণ ও প্রতিভাবান অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি সম্প্রতি নিজের পেশাগত জীবনের কিছু ব্যক্তিগত দিক নিয়ে সরাসরি মত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কখনও কারও সঙ্গে মেলামেশা বা অন্য কোনও অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো কাজ পাওয়ার চেষ্টা করেননি।
কনীনিকা বলেন, অনেকেই এমন পথ অবলম্বন করেছে, তবে তিনি তাদের বিচার করেন না। নিজের প্রতিভা, পরিশ্রম এবং নৈতিকতার মাধ্যমে তিনি পেশাগত জীবনে এগিয়ে চলেছেন। তিনি জানান, তার এই যাত্রা তাকে খুশি রাখে এবং এটি তার নিজের অর্জনের ফল।
এমন সরল ও সাহসী মন্তব্য কনীনিকার পেশাগত নৈতিকতা ও দৃঢ় মনোবলকে সামনে নিয়ে এসেছে। এটি শুধু একজন অভিনেত্রীর স্বচ্ছতা নয়, বরং বর্তমান বিনোদন জগতে নৈতিকতার গুরুত্বের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।
এমকে/এসএন