অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের তৈরি পোশাক শিল্পের প্রায় দুই শতাধিক কারখানা বন্ধ হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। এর ফলে বহু শ্রমিক বেকার হচ্ছেন এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রবিবার (২রা নভেম্বর) রাজধানীর একটি হোটেলে 'তৈরি পোশাক খাতে বর্তমান সংকট ও পুনরুদ্ধারের পথ' শীর্ষক আলোচনা সভায় সংগঠনের নেতারা এই মন্তব্য করেন।
তারা বলেন, জ্বালানি সংকট, ডলারের ঘাটতি, এলসি জটিলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে। এছাড়া বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন দেশের পোশাক খাতে সংকট আরও বাড়িয়েছে। সব মিলিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের তৈরি পোশাক খাত। এর ফলে আন্তর্জাতিক বাজারে দেশের ইমেজ সংকটে পড়ছে। সংকট সমাধানে সরকারের সহযোগিতা চান তারা।
আইকে/টিএ