বিপিএলের সবশেষ দুই আসরে মাঠ এবং মাঠের বাইরে দাপট দেখিয়েছে ফরচুন বরিশাল। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি নামিদামি ক্রিকেটারও দলে নিয়ে চমক দেখিয়েছে তারা। জুগিয়েছে বড় সমর্থকগোষ্ঠীও। তবে বিপিএলের পরবর্তী আসরে আর দেখা যাবে না তাদের। বরিশালের মালিকানা নিতে বিসিবিতে আগ্রহ প্রকাশ করেছে আকাবাড়ি হলিডেজ। প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার কামাল তালুকদার জানান, তারকা ওপেনার তামিম ইকবালকে নিজেদের দলে চান তারা ।
বিপিএলের সর্বশেষ দুটি আসরেই ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তামিম ইকবাল। দুই মৌসুমেই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ২০২৩ বিপিএলে ৪৯২ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। পরের আসরেও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন বাংলাদেশের সাবেক ওপেনার, করেন ৪১৩ রান।
বরিশালের মালিকানা পেলে তামিমের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। তামিম সম্মতি দিলে দলেও তাকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী তারা।
এ প্রসঙ্গে আকাবাড়ি হলিডেজের সহকারী ম্যানেজার বলেন, ‘আপনি যেটা বললেন তামিম ইকবালের কথা। উনি হচ্ছেন বিপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। আমরা অবশ্যই তামিম ভাইকে নক করব। উনার যদি সম্মতি থাকে খেলার জন্য অবশ্যই আমরা উনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব।’
সব প্রক্রিয়া সম্পন্ন করে আসন্ন বিপিএলে দল পেলে ফরচুন বরিশালের মতোই তারকাবহুল দল গড়ার কথা বলেছেন কামাল তালুকদার। বিশেষ করে খেলোয়াড় ও কোচিং প্যানেলে চমক দেখাতে চান তারা। কামাল বলেন, ‘যদি আমরা দলটা পাই, ইনশাআল্লাহ চমক দেখবেন।
কোচ,খেলোয়াড়ের মাধ্যমে চমক দেখবেন।আমরা দেশি এবং বিদেশি ক্রিকেটারের সামঞ্জস্য রেখে দলটাকে ঢেলে সাজাব। আপনি বিদেশি খেলোয়াড়ও ভালো পাবেন। পাকিস্তান থেকে কীভাবে তারকা আনতে হয়, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজও আছে। আমরা ভালো খেলোয়াড়ই আপনাদের নিশ্চিত করব। অন্তত আমাদের দলে।’
আরপি/এসএন