অভিনেত্রী লাবনী সরকার স্বীকার করেছেন, মাত্র ২৯ বছর বয়সে তিনি ৩৯ বছরের এক চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “উল্টে এগুলো নিজের ক্রেডিট বলে মনে হয়েছে। কখনও মনে হয়নি কেন হিরোইন হলাম না।”
লাবনী সরকারের বক্তব্যে স্পষ্ট হয়েছে, অভিনেত্রী হওয়ার মানে শুধুমাত্র হিরোইন হওয়া নয়। বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করে বিভিন্ন গল্পের অংশ হওয়াই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ।
নাটক ও চলচ্চিত্রে এই ধরনের চ্যালেঞ্জ গ্রহণ তাকে আরও পরিপক্ব ও বিচক্ষণ করেছে।
তিনি আরও জানান, চরিত্রের জন্য বয়স বা হিরোইনের মর্যাদা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। বরং এটি তাকে অভিনয়শৈলীর গভীরে প্রবেশ করতে সাহায্য করেছে।
লাবনী সরকারের এই দৃষ্টিভঙ্গি তরুণ অভিনেত্রীদের জন্যও উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে যে, অভিনয়ে বিভিন্ন চরিত্র গ্রহণ করাই প্রকৃত সাফল্য এবং স্বীকৃতি অর্জনের পথ।