মির্জাপুর খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জীবনে নেমে এলো শোকের ছায়া। শুক্রবার বিহারের গোপালগঞ্জে অভিনেতার পৈতৃক বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মা হেমবন্তীদেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
ত্রিপাঠী পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পঙ্কজ ত্রিপাঠীর মা হেমবন্তীদেবী শুক্রবার বিহারের গোপালগঞ্জে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।’
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী আগেই গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। একেবারে শেষ মুহূর্তেও তিনি মায়ের কাছেই ছিলেন।
শনিবার বেলসান্দেতে প্রয়াত হেমবন্তীদেবীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব এতে উপস্থিত ছিলেন। এই কঠিন সময়ে পরিবারের শোক কাটিয়ে ওঠার জন্য সকলের কাছে একান্ত ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, পঙ্কজ ত্রিপাঠীর জীবনে তার মা হেমবন্তীদেবী ছিলেন এক বড় অনুপ্রেরণা। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা নিজেই এ কথা জানিয়েছেন। কৃষক পরিবারে বেড়ে ওঠা পঙ্কজ আজ যে অবস্থানে, তার জন্য তিনি বারবারই মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরপি/এসএন